chtblogg

Welcome to my blog

পাহাড়ের অবস্থা :- ভাঙা সানগ্লাস

যারা মারমা..চাকমা..ত্রিপুরা সহ সকল পাহাড়ি জাতিসত্তাদের বার্মিজ বলে আখ্যায়িত করে বিভিন্ন পোস্ট ব্লগে ছড়িয়ে দেয় তারা মূলত ব্লগার নামে কলঙ্কিত। একটা জাতিকে কি করে সম্মান করতে হয় তারা সেই সম্মান তুকোও জানে না... বার্মিজ উপজাতি এগুলো কি কোন কথা?? পাহাড়ের সকল জাতির এক একটি নিজস্ব ভাষা রয়েছে। হাজার বছরের স্বাধীন রাষ্ট্র গঠনের ইতিহাস রয়েছে। বিভিন্ন গবেষক আদিবাসী বলে আখ্যায়িত করে। আর যারা ওই সব ইতিহাসকে তুচ্ছ করে একটা জাতিকে অপমানিত করে তারা ইতিহাসের পাতাকেও পর্যন্ত তুচ্ছ করে... তারা যোক্তিক কথা বলে কিন্তু প্রাসঙ্গিক নয়। সেই সব সেটেলার বাঙালির কথা বলছি আমি যারা নিজের আসল পরিচয় লুকিয়ে পাহাড়ে এসে নিজেদের আদিবাসী বাঙালি বলে পরিচয় দেয়... সরকার তাদের টিন চাল ডাল দেয়.. কারন তারা সরকারের হয়ে সব ধরনের দুর্নীতি কাজ করে দেয় সরকারই ওদের মা বাপ...